বিনোদন

পরীমণির জন্মদিন: লাল জামা ও সাদা ধুতিতে ককপিটে পরী

জন্মদিনে রাজধানীর পাঁচ তারকা হোটেলের মধ্যরাতে পরীমণি  চমকে দিলেন উড়োজাহাজের ককপিটের আদলে জন্মৎসব করে। 

গত বছর পরীমনি তার জন্মদিনের থিম করেছিলেন ময়ূর। সেই আয়োজনে সংবাদমাধ্যমের সঙ্গে পরীমনি থিম নিয়ে বলার সময় পিকক বলতে গিয়ে ভুলবশত বলেছিলেন, ‘ককপিট’। এবারের জন্মদিনে সেই ককপিটই যেনো বাস্তবায়ন করে দেখালেন। মানে কৌশলে ট্রোলকারীদের জবাবও দিলেন। 

এবার পরীমণির জন্মদিনের থিম কালার ছিলো সাদা-লাল। সাদায় শুভ্রতা আর লালে শক্তি বোঝাতেই এমন রংবিন্যাস বলে জানিয়েছিলেন তিনি। তবে মূলত উড়োজাহাজের ককপিটের আদলে জন্মোৎসব পালন করতেই  সাদা-লালের ড্রেসকোড দিয়েছিলেন তিনি।  এই লাল সাদা ড্রেস পরেই অতিথিরা হাজির হয়েছিলেন পরীর আনন্দযজ্ঞে। 

রোববারের রাত লাল সাদায় আর বর্ণিল আলোর ঝলকানিতে পরী দেখালেন তার আনন্দে বাঁচার ধরণ। রাত ১০টার দিকে হলরুমে তৈরি বিমানের সিঁড়ি থেকে নেমে আসেন পরীমনি। কিছুক্ষণ চলে ফটোসেশন। ব্যাকগ্রাউন্ড মিউজিকে র‍্যাপার বাদশার ‘বাউলা’ গান বাজতে থাকে। গানের তালে নাচতে নাচতে পরীমণি এগিয়ে যান অতিথিদের মধ্যে। পড়নে ছিলো  লাল জামা, সাদা ধুতি, মাথায় সাদা পাগড়ি। নিজেই নেচে গেয়ে মাতান আসর। মেতে উঠেন  আমন্ত্রিত অতিথিরাও। 

বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন। বিশেষ দিন উদযাপন করতে ‘গুণিন’ ওয়েব ফিল্মের সেট থেকে ছুটি নিয়ে ঢাকায় ফেরেন এই চিত্রনায়িকা।

আমন্ত্রণপত্রে লেখা ছিল: ‘বিশুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে এসো। এরপর সারাজীবন আমার সঙ্গে ওড়ো’। কথাটির বাস্তবায়নও দেখা গেল আয়োজনস্থলে। স্লোগান ছিল ‘ফ্লাই উইথ পরীমনি’।

এই বিভাগের অন্য খবর

Back to top button