জাতীয়
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকার ২য় ডোজ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেওয়া গণটিকার দ্বিতীয় ডোজের ভ্যাকসিন আগামী বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দেওয়া হবে। নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর গণটিকা কর্মসূচিতে তাদের প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া হয়েছিল হয়।
সোমবার (২৫ অক্টোবর) চাইলে স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সারাদেশে নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির পাশাপাশি গণটিকা কার্যক্রমে সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় স্থাপিত বিশেষ কেন্দ্রগুলিতে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া হবে।
এর আগে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ, আর ২৯ সেপ্টেম্বর ১৩ লাখ ৩৪ হাজার ২৪৪ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়।