বগুড়া

বগুড়ায় বিভাগীয় হিন্দু পরিষদের ৩ দফা দাবিতে সমাবেশ ও মানববন্ধন

বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক অপশক্তি কর্তৃক কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, গাজীপুর, রংপুর, গাইবান্ধা ও বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য পূজামণ্ডব ও প্রতিমা ভাংচুর পূজার্চনা বন্ধ করা, ভক্তদের উপর আঘাত হানা, বসত বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা ও অগ্নি সংযোগ এবং হিন্দুদের উপর অমানবিক নির্যাতন নিপীড়নের প্রতিবাদে ২৫ অক্টোবর সোমবার সকালে বাংলাদেশ হিন্দু পরিষদ রাজশাহী বিভাগীয় কমিটি, বাংলাদেশ হিন্দু পরিষদ বগুড়া জেলা ও পৌর শাখা, যুব পরিষদ, মহিলা পরিষদ, ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখা এবং শারদাগুলী ফোরাম বগুড়া জেলা শাখার উদ্দ্যোগে বগুড়া সাতমাথায় মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।

উক্ত সমাবেশ ও মাননবন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ডাঃ সুব্রত ঘোষ, সিনিয়র সহ সভাপতি খোকন চক্রবর্তী, সহ সভাপতি সঞ্জয় মহন্ত, বাংলাদেশ হিন্দু পরিষদ বগুড়া জেলা শাখার নির্বাহি সভাপতি রামগোপাল, গোসামী, সাধারণ সম্পাদক বিদ্যুৎ দত্ত, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দাস, পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক অলিভ সাহা, হিন্দু যুব পরিষদের সভাপতি কাজল চন্দ্র বর্মন, সিনিয়র সহ সভাপতি রনি সাহা, মহিলা পরিষদের সভাপতি মমিতা রানী সাহা, শারদাঞ্জলী ফোরাম সভাপতি অসীম কুমার মহন্ত, সাধারণ সম্পাদক সবুজ চন্দ্র রায়, সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সুব্রত সাহা, সদস্য সচিব কৃষ্ণ কুমার মোহন্ত, জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক এ্যাড সুশান্ত কুমার মহন্ত, সদস্য সচিব মুক্তার দাস প্রমুখ।

উক্ত মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশে নিম্নলিখিত ৩ দফা দাবী সমূহ তুলে ধরে বক্তব্য রাখেন – সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন চাই, সংখ্যালঘু মন্ত্রনালয় গঠন করতে হবে, শারদীয় দুর্গা পূজার ৩ দিনের সরকারি ছুটি ও নিম্ন মাধ্যমিক পর্যায়ে সংস্কৃত শিক্ষা পুনরায় চালু করতে হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button