জাতীয়

ভাত কম খেলে চালের চাহিদা কমে যাবে: কৃষিমন্ত্রী

ভাত কম খেলে চালের চাহিদা কমে যাবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আমরা অনেক বেশি ভাত খাই। যদি ভাতের এই কনজাম্পশন (খাওয়া) কমাতে পারি, তাহলে চালের চাহিদা অনেকটাই কমে যাবে।

রোববার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের ৫০ বছর, কৃষির রূপান্তর ও অর্জন’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী আরও বলেন, আমরা একেকজন দিনে প্রায় ৪০০ গ্রাম চাল খাই। পৃথিবীর অনেক দেশে ২০০ গ্রামও খায় না। ভাতের পরিবর্তে পুষ্টিকর খাবার বেশি করে খেতে পরামর্শ দেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশকে আমরা আধুনিক কৃষিতে নিয়ে যেতে চাই। আমরা বাংলাদেশকে খাদ্য প্রক্রিয়াজাতকরণে নিয়ে যেতে চাই। যাতে আমাদের উদ্বৃত্ত খাবার থাকে। বাংলাদেশ এখন খাদ্যে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। দেশে খাদ্যের কোনো অভাব নেই। এখন পুষ্টিজাতীয় খাদ্য নিশ্চিতে সরকার কাজ করছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button