বিশ্ববিদ্যালয়

ঢাবি থেকে একদিন বয়সী মেয়ে নবজাতকের লাশ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের সামনে থেকে একদিন বয়সী একটি মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) জাফর জানান,আমরা ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই একটি গামছা দিয়ে ঢাকা অবস্থায় একদিন বসয়ী কন্যা নবজাতকের লাশ।

পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, কে বা কারা ওই নবজাতকটি ফেলে রেখে যায়। আমরা বিস্তারিত জানার চেষ্টা চলছে ময়নাতদন্তের প্রতিবেদনে বিস্তারিত জানা যাবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button