বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বগুড়া সদর ও কাহালু
বগুড়ার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে মুখোমুখি হবে সদর এবং কাহালু উপজেলা। মঙ্গলবার ২য় সেমিফাইনালে গাবতলী উপজেলাকে ৪-০ গোলে পরাজিত করে কাহালু। এর আগেরদিন শাজাহানপুর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে বগুড়া সদর টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ জানান, আগামী ২৯ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় বগুড়া শহরের খান্দারে শহীদ চান্দু স্টেডিয়ামের পাশে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে বগুড়া সদরের মুখোমুখি হবে কাহালু উপজেলা।
তিনি আরও জানান, ফাইনাল ম্যাচে জেলা প্রশাসক মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর।
এর আগে গত ১৬ অক্টোবর বগুড়ার জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। এতে জেলার ১২টি উপজেলার দল অংশ গ্রহণ করে। এছাড়া এবারের টুর্নামেন্টে প্রতি দলে দেশি-বিদেশি সর্বোচ্চ পাঁচজন করে বহিরাগত খেলোয়াড় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।