বিনোদন

মোশাররফ করিম ও জিৎ একসাথে

‘দ্বিতীয় মানুষ’ নামে একটি ছবি বানাচ্ছেন নাট্যনির্মাতা সঞ্জয় সমদ্দার। দুজন পুরুষের গল্প নিয়ে তৈরি হবে ছবিটি। এতে এক পুরুষ হবেন কলকাতার নায়ক জিৎ, এমন খবর আগেই বেরিয়েছিল। এবার জানা গেল, ছবির অন্য পুরুষের চরিত্রে থাকবেন মোশাররফ করিম।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতে এর আগেও দেখা গেছে টালিউড নায়ক জিৎকে। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ‘বাদশা দ্য ডন’, ‘বস ২’, ‘সুলতান দ্য সেভিয়ার’ ও ‘ইন্সপেক্টর নটি কে’ নামে যৌথ প্রযোজনার চারটি ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে মোশাররফ করিম ও জিৎ—এ দুজনের একসঙ্গে অভিনয়ের ঘটনা এবারই প্রথম। আগামী বছরের প্রথম দিকে ছবিটির শুটিং শুরু হবে। এর আগে নির্মাতা সঞ্জয় সমদ্দার শেষ করবেন তাঁর আরেকটি ছবি ‘বায়োপিক’-এর কাজ। পরীমণিকে নিয়ে আগামী মাস থেকে ‘বায়োপিক’ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

“দ্বিতীয় মানুষ’ ছবির প্রসঙ্গে সঞ্জয় সমদ্দার বলেন, ‘আমি আগেও মোশাররফ ভাইকে নিয়ে নাটক বানিয়েছি। এ ছবির গল্পটা বেশ আগেই তাঁকে শুনিয়েছিলাম। গল্প শোনার পর মোশাররফ ভাই রাজি হয়েছেন। বড় আয়োজনে নির্মিত হবে ছবিটি। আর জিৎও গল্প পছন্দ করেছেন। জানুয়ারি থেকে শুটিং করার পরিকল্পনা করছি।’

এই বিভাগের অন্য খবর

Back to top button