বগুড়া জেলা

প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: জেলা প্রশাসক বগুড়া

মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান এই পতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় ‘ফিজিবিলিটি স্টাডি ফর নিউ প্রজেক্টস অব ডিওয়াইডি শীর্ষক’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে শহরের তিনমাথা যুব ভবনের হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার আয়োজনে এ কর্মশালা করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মো. তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

এসময় তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেককে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কর্ম ছাড়া ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। তাই সবাইকে কাজের মাধ্যামে সেরা হয়ে উঠতে হবে। প্রধানমন্ত্রী চান দক্ষ জনশক্তি গড়ে তুলতে। যুবসমাজের উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। উন্নত ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যুবকরাই হবে মূল কারিগর। যুবকদের কর্ম দক্ষতাই দেশকে পাল্টে দিতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন সান্নু।

বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল দাবি করে সান্নু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এ বিস্ময়কর উন্নয়ন হয়েছে। বর্তমান সরকার তৃনমূল পর্যায়ের যুব সমাজের সদস্যদের নিজ নিজ এলাকার অর্থনৈতিক উন্নয়নের জন্যই দেশব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তর অগ্রণী ভূমিকা পালন করছে। গ্রামীণ যুবদের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসকরণে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য নিয়ে যুব অধিদপ্তর বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে।

এ কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার সফল উদ্যোক্তা ও সংগঠক, সফল আত্মকর্মী, প্রশিক্ষণরত প্রশিক্ষনার্থীসহ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button