খেলাধুলাবগুড়া জেলা
মুজিব জন্মশতবর্ষ আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মুজিব জন্মশতবর্ষ আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা ২০২১ এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বগুড়া জেলা মহিলা দল ফাইনালে নারায়ণগঞ্জ দলকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর সাথে কাপ ও ফুল নিয়ে সৌজন্যে সাক্ষাৎ করেন উপজেলার সাধারণ সম্পাদিকা দিলরুবা আমিনা আকতার বানু সুইট বগুড়া জেলা মহিলা ক্রীড়া সংস্থা সদস্য জাকিয়া সুলতানা আলেয়া, মাকসুদা মলি, বিলাসী রানী সরকার, কোচ মোঃ শফিউল আলম এবং ৯ জন খেলোয়াড় রিমু, দিয়া, মায়িশা, আফিয়া, নিয়া,রাফিন,রকসি, তিশা ও নকশি।