আন্তর্জাতিক খবর
ইরাকে আইএস এর বোমা হামলা: নিহত ১১, আহত ১৩
ইরাকের পশ্চিমাঞ্চলীয় একটি গ্রামে বোমা হামলায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই হামলার ঘটনা ঘটে। ইরাকের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
স্থানীয় নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, দিয়ালা প্রদেশের আর রাশাদ গ্রামে বোমা হামলার ১১ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। আরেকটি সূত্র জানিয়েছে, অনেক বেসামরিক নাগরিক গুলিতে নিহত হয়েছেন।