প্রধান খবরবিনোদন

জাপানি গেম ‌‘কিং অব ফাইটারস’ এর লিওনা চরিত্রে মেহজাবীন

অভিনয় দিয়ে দেশের টিভি চ্যানেল ও ইউটিউব চ্যানেল অনেক আগেই দখল করেছেন মেহজাবীন চৌধুরী।

নানান চরিত্র ও রূপে হাজির হন নিয়মিত। এবার তেমনি এক ভূমিকা নিয়ে হাজির হবেন তিনি। তবে বিজ্ঞাপনে। ছোট পর্দার শীর্ষ এই অভিনেত্রীকে দেখা যাবে জাপানি ভিডিও গেমের জনপ্রিয় চরিত্র লিওনা হেইদারন হিসেবে। 

‌‘কিং অব ফাইটারস’-ভিডিও গেমের কাল্পনিক চরিত্র এটি। আর সেই সাজে সাজতে লিওনার মতোই চুলে পরিবর্তন এনেছেন মেহজাবীন। আজ (২৭ অক্টোবর) ফেসবুক পেজে কিছু ছবি প্রকাশও করেছেন এই অভিনেত্রী। সঙ্গে জুড়ে দিয়েছেন লিওনার ছবিও।

মেহজাবীন জানান, এটা ‘দ্য সাইলেন্ট সোলজার’ গেম-খ্যাত চরিত্র লিওনা।

এদিকে জানা যায়, একটি মোবাইল ফোন সেট নির্মাণকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্যই মেহজাবীনের এই লুক, যা শিগগিরই প্রচার হবে টিভি চ্যানেলগুলোতে। 

সম্প্রতি মেহজাবীন ভিকি জাহেদের ‘পুনর্জন্ম’ সিক্যুয়েলে অভিনয় করে দারুণ প্রশংসিত হন। স্বল্পদৈর্ঘ্য আকারে এর দ্বিতীয় কিস্তি প্রচার হয়েছে। আসছে তৃতীয় সিক্যুয়েলও। এতে তার বিপরীতে আছেন আফরান নিশো।

এই বিভাগের অন্য খবর

Back to top button