আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় ব্যবসায়ীর গুদাম থেকে ১০ টন সরকারি চাল উদ্ধার

বগুড়ার আদমদীঘির নশরতপুর বাজারে আল মামুন (৪৫) নামে এক চাল ব্যবসায়ীর গুদাম থেকে দরিদ্রদের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ হাজার ৭০০ কেজি (১০.৭০ মেট্রিক টন) চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় অভিযান চালিয়ে এই চাল জব্দ করেন। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বুধবার সন্ধ্যায় আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন এ তথ্য জানান।

পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘি উপজেলার পূর্ব ডালম্বা গ্রামের একরাম আলীর ছেলে আল মামুন চাল ব্যবসায়ী। তিনি উপজেলার নশতরপুর বাজারে ইসমাইল হোসেনের চালকলের গুদাম ভাড়া নিয়ে সেখানে সরকারি কর্মসূচির এবং বেসরকারি চাল কেনাবেচা করেন। তিনি সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের বিপুল পরিমাণ চাল কিনে ওই গুদামে রেখে রিপ্যাকিং করছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে গোপনে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় গুদামে অভিযান চালান। আদালতের উপস্থিতি টের পেয়ে গুদাম মালিক আল মামুন ও তার লোকজন পালিয়ে যান। সেখানে খাদ্য অধিদফতরের ছাপানো ২১৪ চটের বস্তায় থাকা ১০ হাজার ৭০০ কেজি চাল ঢেলে প্লাস্টিকের বস্তায় তোলা হচ্ছিল। রাতেই চালগুলো জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায় জানান, অবৈধভাবে সরকারি চাল মজুতকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে।

খাদ্য নিয়ন্ত্রক কেএম গোলাম রব্বানী জানান, জব্দ করা চালগুলো পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে তিনি বাদী হয়ে থানায় মামলা করবেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button