জাতীয়

আজ সারাদেশে ২য় ডোজের টিকাদান চলছে

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। সারা দেশের সব জেলা-উপজেলা ও সিটি করপোরেশনের ৬ হাজার টিকাকেন্দ্রের ১৬ হাজার ১৮৩টি বুথে দেওয়া হবে টিকা। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে শুরু হওয়া টিকাদান কার্যক্রমন চলবে বেলা ৩টা পর্যন্ত। প্রয়োজনে নির্দিষ্ট সময়ের পরও টিকা দিতে পারবে কেন্দ্রগুলো। 

গতকাল বুধবার ভার্চ্যুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও টিকা বিতরণ কর্মসূচির সদস্যসচিব চিকিৎসক মো. শামসুল হক বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে যারা প্রথম ডোজের টিকা নিয়েছিলেন তারাই কেবলমাত্র এ পর্যায়ের গণটিকা ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন। এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে জানাতে প্রতিটি পাড়ায় মাইকিং করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ জন্য নিবন্ধনের পাশাপাশি বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে মাসে প্রথমে এক কোটি, পরে তিন কোটি টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়। বাড়ানো হয় দৈনিক টিকাদানের পরিধিও। বর্তমানে দৈনিক পাঁচ লাখের বেশি টিকা দেওয়া হচ্ছে। 

এই বিভাগের অন্য খবর

Back to top button