জাতীয়

একমাসে ৫ হাজার ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা

চলতি মাসের ২৮ দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়াল। এ সময়ে ২০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টারের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসে ২৮ দিনে দেশে মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৫ হাজার ৩০ জন। এ সময় ২০ জন মারা গেছে। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৭৩ জন। এদের মধ্যে ঢাকায় ১৩৯ জন এবং বাইরে ৩৪ জন। আগেরদিন ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন ১৮৪ জন। এদের মধ্যে ঢাকায় ১৫১ জন এবং বাইরে ছিল ৩৩ জন।

আর চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল বৃহস্পতিবার ২৮ অক্টোবর পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২৩ হাজার ২২৭ জন। এসব রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ২২ হাজার ২৮৭ জন। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৮৯ জন। মৃত্যু হওয়া ৮৯ জনের মধ্যে রাজধানীতেই মারা গেছেন ৮২ জন। আর সাতজন ঢাকার বাইরে।
 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে মোট রোগী এখন ভর্তি হয়েছেন ৮৫১ জন এবং ঢাকার ৪৬টি সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬৮৮ জন রোগী ভর্তি আছেন এবং ঢাকার বাইরে রোগী ভর্তি আছে ১৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ২০ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, ঢাকা শিশু হাসপাতালের ৬ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৬ জন, মুগদা জেনারেল হাসপাতালে একজন, সম্মিলিত সামরিক হাসপাতালে ২০ জন, বিজিবি হাসপাতালে একজন, সংক্রামক ব্যাধি হাসপাতালে একজনসহ মোট ৭৩। এই ৭৩ জন সরকারি, স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
 
কীটতত্ত্ববিদেরা বলেছেন বৃষ্টিপাত না কমা পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই। সাময়িকভাবে রোগীর সংখ্যা কমলেও এই মুহূর্তে প্রকোপ কমার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তারা। 

ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে আসায় দিলে তালে মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে ঢাকার দুই সিটি করপোরেশন। তবে তাদের কাজে ধীর গতি দেখা যাচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button