বগুড়ায় আওয়ামী লীগের বিদ্রোহীর প্রার্থীর কর্মীকে ছুরিকাঘাত
বগুড়া সদরের নুনগোলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র বিদ্রোহী প্রার্থী বদরুল আলমের কর্মী আব্দুর রাজ্জাক (৩৪) গঁলায় ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
২৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ঘোড়াধাপ বাজারে এ ঘটনা ঘটে৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বিকেল ৫টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালে ভর্তি করে দেয়৷ আহত রাজ্জাক রজাকপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে ও পেশায় ঢালাই শ্রমিক।
জানা যায়, আগামী মাসের ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আলীম উদ্দিন নৌকা মার্কার প্রতীক পান। তার বিপক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন সংগ্রহ করেন। এ নিয়ে মঙ্গলবার (২৬ অক্টোবর) রজাকপুর গ্রামে দুই
প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় আলীম উদ্দিনের ৪ থেকে ৫ জন সমর্থক আহত হয়। ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে বার্মিজ চাকুসহ গ্রেফতারও করে।
নাম প্রকাশে অনিচ্ছুক আহত রাজ্জাককে হাসপাতালে নিয়ে আসা একজন প্রত্যক্ষদর্শী জানান, রাজ্জাক কাজ শেষে বাড়ি ফিরছিলেন ওই সময় আলীম উদ্দিনের সমর্থক মেহেদী অতর্কিত ভাবে তার উপর হামলা করেন। একপর্যায়ে মেহেদী তার পকেট থেকে বার্মিজ চাকু বের করে তার গঁলায় আঘাত করে পালিয়ে যায়।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী বদরুল ইসলাম জানান, আহত রাজ্জাক আমার এলাকার বাসিন্দা ও আমার রাজনৈতিক কর্মী। বিকেলে তিনি বাড়ি ফেরার সময় আলীমের সমর্থক মেহেদী চাকু দিয়ে তার গঁলায় ছুরিকাঘাত করেছে৷
এবিষয়ে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলিম উদ্দীন জানান, মেহেদি আমার কর্মী নয় বরং সে বদরুলেরই লোক। আমি শুনেছি বিকেলে রাজ্জাকের গঁলায় মেহিদি ছুরিকাঘাত করেছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে কে বা কাড়া ঘটনা ঘটিয়েছে এখনও জানা যায়নি।