জাতীয়

যুগ্ম-সচিব হলেন ২১৩ কর্মকর্তা

স্থায়ী পদ না থাকলেও জনপ্রশাসনের উপসচিব ও সমপর্যায়ের ২১৩ জন কর্মকর্তাকে যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় শুক্রবার এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। 

রেওয়াজ অনুযায়ী যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি পাওয়া ২০৩ জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আর যুগ্ম-সচিব পদে পদোন্নতি পাওয়া বিভিন্ন দূতাবাসে কর্মরত ১০ কর্মকর্তাকে তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে। জনপ্রশাসনে যুগ্ম-সচিবের ৪১১টি স্থায়ী পদ রয়েছে। নতুন করে পদোন্নতিপ্রাপ্তদের নিয়ে এখন যুগ্ম-সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জন। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বিসিএস ২০ তম ব্যাচের কর্মকর্তাদের যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতিতে প্রাধান্য দেওয়া হয়েছে। এর আগের কয়েকটি ব্যাচের কর্মকর্তাদের যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতির জন্য বিবেচনা করা হয়েছিল। যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতির জন্য ছয় শতাধিক কর্মকর্তার তথ্য-উপাত্ত যাচাইবাছাই করা হয়, সেখান থেকে ২১৩ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। ফলে এই দফায় যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতির যোগ্য বেশির ভাগ কর্মকর্তা বাদ পড়েছেন। 

‘সরকারের উপ-সচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা’ অনুযায়ী যুগ্ম-সচিব হিসেবে প্রশাসন ক্যাডারের ৭০ শতাংশ ও অন্য ক্যাডারের ৩০ শতাংশ কর্মকর্তা পদোন্নতি পান। উপসচিব হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতাসহ ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা বা উপসচিব হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতাসহ ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে তাদের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতির জন্য বিবেচনা করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button