তথ্য ও প্রযুক্তি
ফেসবুকের নাম বদলে নতুন নাম হলো “মেটা’
বদলে গেল ফেসবুকের নাম। সংস্থার নতুন নাম হল ‘মেটা’ (Meta)। তার সঙ্গে সঙ্গেই বদলে গিয়েছে লোগোও। তবে সংস্থার নাম বদলালেও ফেসবুক অ্যাপের নাম বদলাচ্ছে না। সংস্থার তৈরি ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়্যাটসঅ্যাপের নাম একই থাকছে। সংস্থার নতুন নাম এবং প্রথম দিন থেকে আজ পর্যন্ত সংস্থার দীর্ঘ পথ চলার বিষয়ে ফেসবুকে দীর্ঘ পোস্ট করেছেন সিইও মার্ক জাকারবার্গ নিজেই।
বৃহস্পতিবার কানেক্ট ২০২১ নামে এক ভিডিও কনফারেন্সে উপস্থিত হন ফেসবুকের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এবং প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। সেখানেই সংস্থার নতুন নাম ঘোষণা করেন তিনি।