খেলাধুলা

দ্রুত ১০০ উইকেট শিকারের রেকর্ড করলো রশিদ খান

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুত ১শ’ উইকেট শিকারের কীর্তি গড়লেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। 
সপ্তম  টি-টোয়েন্টি বিশ্বকাপে গতরাতে  পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নেন রশিদ। এতে ৫৩ ম্যাচে শততম উইকেট শিকারের ক্লাবে নাম লেখান রশিদ। 


রশিদের আগে টি-টোয়েন্টিতে শততম উইকেট শিকার করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান, শ্রীলংকার লাসিথ মালিঙ্গা ও নিউজিল্যান্ডের টিম সাউদি। 


সাকিব-মালিঙ্গা ও সাউদির চেয়ে কম ম্যাচ খেলে টি-টোয়েন্টিতে ১শ’ উইকেট শিকারের রেকর্ড স্পর্শ করলেন রশিদ। 


এর আগের রেকর্ডটি ছিলো মালিঙ্গার। ৭৬ ম্যাচে ১শ উইকেট শিকার করেছিলেন তিনি। মালিঙ্গাকে সরিয়ে এখন রেকর্ডের মালিক রশিদ। 


৮২ ম্যাচে ১শ’ উইকেট নেন সাউদি। আর ৮৩ ম্যাচে ১শ উইকেট শিকার করেন সাকিব। রশিদের মত চলমান বিশ্বকাপেই টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১শ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করেন সাকিব ও সাউদি।   
বর্তমানে টি-টোয়েন্টিতে ১১৭ উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন সাকিব। ১০৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে মালিঙ্গা, ১০১ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রশিদ এবং ১০০ উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন সাউদি।
শুধুমাত্র টি-টোয়েন্টিতেই নয়। ওয়ানডেতেও দ্রুততম ১শ’ উইকেট শিকার করেছিলেন রশিদ। মাত্র ৪৪ ম্যাচ খেলে ১শ’ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button