সারাদেশ
নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু
নওগাঁর আরজি নওগাঁ শেরপুর এলাকায় পুকুরে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৮), আনোয়ার হোসেনের মেয়ে আশা (৮), টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া (১০) এবং ছেলে ফরহাদ (৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান- দুপুরে চার বাচ্চা পুকুরে গোসল করতে নেমে পানির নিচে তলিয়ে যায়। দীর্ঘ সময় তারা বাড়ি না ফেরায় পুকুরে গিয়ে খোঁজ করেন স্বজনরা। এ সময় কাদায় আটকে থাকা অবস্থায় চার জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল বিষয়টি বিষয়টি নিশ্চিত করে জানান, ৪ শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।