কাহালু উপজেলাপ্রধান খবর
বগুড়ায় নকল সোনার মূর্তিসহ ২ প্রতারক গ্রেফতার

বগুড়ার কাহালু উপজেলার কাজিপাড়া বাজারের কাছ থেকে প্রতারণা কালে হাতে নাতে নকল সোনার মূর্তিসহ ২ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার গোপন সূত্রের খবরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হল দুপচাঁচিয়া উপজেলার ছাতনি গ্রামের শাজাহান (৪২) এবং সাজাপুর গ্রামের রেজাউল ( ৫২ )।
পুলিশ জানায় দীর্ঘদিন ধরে এরা সোনালী কালারের পেতলের মুর্তিকে আসল মুর্তি বলে মানুষের সর্বনাশ করে আসছে বলে স্বীকারোক্তি দিয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।