কাহালু উপজেলাপ্রধান খবর

বগুড়ায় নকল সোনার মূর্তিসহ ২ প্রতারক গ্রেফতার

বগুড়ার কাহালু উপজেলার কাজিপাড়া বাজারের কাছ থেকে প্রতারণা কালে হাতে নাতে নকল সোনার মূর্তিসহ ২ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার গোপন সূত্রের খবরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হল দুপচাঁচিয়া উপজেলার ছাতনি গ্রামের শাজাহান (৪২) এবং সাজাপুর গ্রামের রেজাউল ( ৫২ )।

পুলিশ জানায় দীর্ঘদিন ধরে এরা সোনালী কালারের পেতলের মুর্তিকে আসল মুর্তি বলে মানুষের সর্বনাশ করে আসছে বলে স্বীকারোক্তি দিয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button