বিশ্বে সবচেয়ে বিপজ্জনক গাছ
বিশ্বে নানা উপকারী গাছের মধ্যে কিছু বিপজ্জনক গাছ আছে যা মানুষের মারাত্মক ক্ষতিসহ প্রাণ কেড়ে নিতে পারে। এই শ্রেণির একটি ‘ম্যানশিনিল ট্রি’। এ গাছের রস ও ফল বিষাক্ত হওয়ায় একে সবচেয়ে বিপজ্জনক গাছ বলা হয়, ডাকা হয় মৃত্যুগাছ বলেও। বিশ্বের সবচেয়ে বিষাক্ত গাছ হিসেবে এরই মধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে ম্যানশিনিল। ক্যারিবীয় সাগরের তটে মূলত এই গাছ দেখা যায়। উচ্চতা ৫০ ফুট পর্যন্ত হতে পারে। এই গাছ এতটাই বিষাক্ত যে, এর সংস্পর্শে গেলে দেহের ত্বক পুড়ে যেতে পারে। দাবি করা হয়, এই গাছের ফল খেলে দেহের ভেতরে রক্তক্ষরণ হতে শুরু করবে এবং কিছুক্ষণের মধ্যে মৃত্যু হতে পারে। সূত্র :সায়েন্স অ্যালার্ট
ম্যানশিনিলে দুধের মতো ঘন রস থাকে। সেই রস কোনোভাবে শরীরের সংস্পর্শে এলে পুড়ে যাওয়ার মতো ক্ষত সৃষ্টি হয়। এই রসে ফরবল নামের বিষ থাকে, যা সহজে পানিতে মিশে যায়। তাই বৃষ্টির সময় গাছটির নিচে আশ্রয় নেওয়াও ঝুঁকিপূর্ণ। কারণ বৃষ্টির পানির সঙ্গে এই রস মিশে শরীরের সংস্পর্শে এলে মারাত্মক ক্ষতি হতে পারে। তবে স্থানীয় বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখতে এই গাছের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সাগরের পানি থেকে মাটিক্ষয় রোধ করে ম্যানশিনিল।