
নাটোরের সিংড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা সম্মেলন কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ আলছে। আগামী ১৭ নভেম্বর সিংড়া কোর্ট মাঠে সম্মেলন অনুষ্ঠানের সকল আয়োজন চলছে। নৌকা সাদৃশ্য মঞ্চ নির্মান করা হয়েছে। ১২ টি ইউনিয়ন ও পৌর এলাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নাটোর- বগুড়া মহাসড়কের বিভিন্ন স্থানে তোড়ন নির্মান করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, সদস্য বেগম আকতার জাহান, মেরিনা জাহান এমপি। সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ। আহবানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতাজ বেগম এমপি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ জানান, সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।