কথায় কথায় হতাশ হবেন না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কথায় কথায় এত হতাশ হবেন না। এটা অনেকটা মানসিক সমস্যার মতো। আমরা একটুতে হতাশ হই, একটুতে উৎফুল্ল হই।’
আজ বুধবার গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে বারবারই ফিরে এসেছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এবং সেই সূত্রে গণপরিবহনে যাত্রীপ্রতি ভাড়া বৃদ্ধির প্রসঙ্গটি। বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের হেড অব নিউজ প্রভাস আমিন এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করে বলেন, ‘ডিজেলের ভাড়া ২৩ শতাংশ বাড়লেও যাত্রীপ্রতি ভাড়া বেড়েছে ২৭ শতাংশ। আবার এই জ্বালানি তেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিকেরা ধর্মঘট না ডেকে পরিবহন বন্ধ রেখে জনগণকে জিম্মি করেন। এভাবে বারবারই তারা নিজেদের দাবি আদায় করে নিচ্ছে। এবারও তেমন হয়েছে। এ ক্ষেত্রে সরকার কোনো ব্যবস্থা গ্রহণের কথা ভাবছে কিনা।’
এই প্রশ্নের সঙ্গেই প্রভাস আমিন আরেকটি প্রশ্ন জুড়ে দেন। এতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উত্থাপন করেন। তিনি বলেন, বাংলাদেশের এই পারফরম্যান্স কি হতাশাজনক বলে মনে করেন কি?
এই প্রশ্নের উত্তরেই প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা এত হতাশ হচ্ছেন কেন। বাংলাদেশ আজকে বিশ্বকাপে খেলছে, দুই একটি দলকে হারাচ্ছে এটাই তো বড় কথা। তারা খেলছ এটাই অনেক। আমি চাচ্ছি তাদের আরও ট্রেনিং করানো। একটুতে হতাশ হওয়া যাবে না আবার বেশি উৎফুল্ল হওয়াও যাবে না। আগামীতে ভালো করবে।’