বগুড়া সদর উপজেলা
বগুড়ায় র্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেফতার

বগুড়া সদরে ৩৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শামীম হোসেন (৩৩) যুবককে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার নুনগোলা ইউনিয়নের রজাকপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
র্যাব-১২ কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লীডার) সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শামীমকে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। তিনি মূলত পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে সদর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।