গাবতলী উপজেলাপ্রধান খবর
বগুড়ায় ৯ বছরের শিশুসহ ৪ কিশোরের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

বগুড়ার গাবতলীতে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে ৯ বছর বয়সী ছেলে শিশুসহ চার কিশোরের বিরুদ্ধে। বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ধর্ষিতা শিশুর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন।
সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ঐ শিশুসহ অভিযুক্তরা বাড়ির পাশে খেলছিল। মঙ্গলবার দুপুরে একপর্যায়ে তারা ঐ শিশুকে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে ফিরে বিষয়টি তার মা ও নানীকে জানায়। এরপর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিশুটির মা মামলা করেছেন।