নন্দীগ্রাম উপজেলাপ্রধান খবর

বগুড়ায় তরুণীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ায় যুবক গ্রেফতার

বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আফিফ হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আফিফ উপজেলার কৈগাড়ী গ্রামের আলী হাসানের ছেলে।

তার বিরুদ্ধে ১৯ বছর বয়সী এক তরুণী তার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে এ মামলা দায়ের করেন।

শনিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার নন্দীগ্রাম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে একই দিন ভুক্তভোগী তরুণী তার বিরুদ্ধে থানায় মামলা করেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ তথ্য নিশ্চিত করে নন্দীগ্রাম থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, এক তরুণীর ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আফিফকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল রবিবার তাকে আদালতে পাঠানো হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button