সারিয়াকান্দি উপজেলা

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত কৃষক

বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল ইসলাম (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের সোলেমান মন্ডলের ছেলে।

সারিয়াকান্দি থানার এস আই বাবর আলী স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে বাড়ির পাশের জমিতে কাজ করতে বের হন রফিকুল। তার সাথে আরো একজন কৃষক ছিলেন। পথিমধ্যে কৃষক লাভলুর জমির আইলে সেচ যন্ত্রের বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখে। এতে রফিকুলের সাথে থাকা কৃষক লাফ ফিয়ে পার হলেও রফিকুল ওই তারের সাথে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, কারো কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button