পরিবহন

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি রাঙ্গা, মহাসচিব এনায়েত

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা ও মহসিচব পদে খন্দকার এনায়েত উল্যাহ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেমিনার হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা।

সভায় দেশের সব জেলা থেকে প্রায় ৭০০ জন কাউন্সিলর ও ডেলিগেট উপস্থিত ছিলেন। সভাযর প্রথম অধিবেশনে সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দ্বিতীয় অধিবেশনে সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২১-২৩) অনুষ্ঠিত হয়। অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মসিউর রহমান রাঙ্গা এবং মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ নির্বাচিত হন। পাশাপাশি সমিতির সংবিধান মোতাবেক ১২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button