জাতীয়পরিবহন

বিআরটিসি বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়ার সিদ্ধান্ত

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিআরটিসি বাসের ভাড়া ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে বিআরটিসির সকল বাসে শিক্ষার্থীরা হাফ ভাড়ায় যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আগামী ১ ডিসেম্বর থেকেই এই ভাড়া কার্যকর হবে বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের হাফ পাশ (অর্ধেক ভাড়া) দাবি নিয়ে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) অডিটোরিয়ামে সচিবদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভার সূচনা বক্তব্যে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা বাসে হাফ ভাড়া নেওয়ার দাবি জানিয়ে আসছে। তাদের এ দাবিটি আমরা ইতিবাচকভাবে নিচ্ছি।

এই বিভাগের অন্য খবর

Back to top button