
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাসের ধাক্কায় মায়ের হাত থেকে ছিটকে পড়ে পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বাসটি তৌফিক (৫) নামের এক শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ীর জামাদান্নী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৌফিক রাজশাহীর চারঘাট উপজেলার গোবিন্দপুর গ্রামের মো.বাবুর ছেলে। গোদাগাড়ী থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শিশুটি তার মায়ের সাথে নানা বাড়ি যাবার জন্য জামাদান্নী আসে। বাস থেকে নেমে রাস্তা পারাপার হওয়ার সময় গ্রামীণ ট্রাভেলসের একটি বাস শিশুকে ধাক্কা দেয়। এতে মায়ের হাত থেকে ছিটকে পড়ে শিশুটি বাসের নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান, ঘটনার পর বাসটি পালিয়ে যাচ্ছিল। বাসলীতলা এলাকায় লোকজন বাসটি আটক করেছে। তবে এর চালক ও হেলপার পালিয়েছে। বাসটি থানায় নেওয়া হয়েছে। কিন্তু শিশুর পরিবার মামলা করতে রাজি নয়। তাই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।