কাহালু উপজেলাপ্রধান খবর

বগুড়ার কাহালুতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়া জেলার কাহালু উপজেলায় ট্রাক চাপায় আবুল কালাম আজাদ(৪৬) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বুধবার (২২ ডিসেম্বর) সকালে নওগাঁ-বগুড়া মহাসড়কে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভাতদূর্গা এলাকার দুর্ঘটনাটি ঘটে।

নিহত আবুল কালাম আজাদ সোনাতলা উপজেলার ভেলুরপাড়া গ্রামের লালু মিস্ত্রির ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ সকালে মোটরসাইকেল যোগে দুপচাঁচিয়া থেকে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে নওগাঁ-বগুড়া সড়কের কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভাতদূর্গা রিফাত অটোজ কোম্পানীর সামনে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের উপর পড়ে যায়। এসময় অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কাহালু থানার অফিসার ইনচার্জ(ওসি) আমবার হোসেন বলেন, ট্রাক আটক করা যায়নি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button