প্রধান খবরসারাদেশ

কানে হেডফোন লাগিয়ে গেম খেলার সময় ট্রেনের ধাক্কা, বগুড়ার কিশোরের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে মোবাইলে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় নাঈম হোসেন হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার শিমুলতলী খাসবাগুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম হোসেন বগুড়ার মাটিডালী এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, নাঈম গত কয়েকদিন আগে জয়পুরহাট সদর উপজেলার পারবাট্রাতে তার বোনের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার বোনের বাড়ির অদূরে রেল লাইনে বসে মোবাইলে গেম খেলছিলেন নাঈম। সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button