দুর্ঘটনাসারাদেশ

দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মুখোমুখি সংঘর্ষের দুই ট্রাকের ইঞ্জিনে আগুন লেগেছে। এতে এক ট্রাকচালক দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ছোট বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার পর মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

অগ্নিদগ্ধ ওই চালককে গুরুতর অবস্থায় টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আগুন লেগে যায় একটি ট্রাকে। এ সময় দুই ট্রাকে থাকা সবাই দ্রুত সরে যেতে পারলেও আটকা পড়েন সিমেন্টবোঝাই ট্রাকের চালক।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং প্রায় ৩০ মিনিট চেষ্টার পর ওই ট্রাকচালককে উদ্ধার করে। ওই চালককে গুরুতর অবস্থায় টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে প্রায় তার শরীরের ৪০ শতাংশ অংশ পুড়ে গেছে।

দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি সরিয়ে নিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button