জাতীয়প্রধান খবর

লঞ্চে আগুন: নিহত ৩০ জনের জানাজা শেষে গণকবর

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে দুর্ঘটনা ঘটেছে। এতে ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চার জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে আরো পাঁচ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাকি বাকি ৩২ লাশ বরগুনা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। এর মধ্যে দুই জনের লাশ শনাক্ত হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় বরগুনা সার্কিট হাউস মাঠে জানাজা সম্পন্ন হয়।

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, এখনও যেসব মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি তাদের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। অগ্নিকাণ্ড নিহত ৩০ জনের জানাজা শেষে গণকবর দেওয়া হবে। জানা গেছে, বরগুনা পোটকাখালী আবাসন গণকবরস্থানে তাদেরকে দাফন করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button