বিনোদন

বাবা হচ্ছেন সিয়াম

বর্তমান সময়ের ক্রেজ অভিনেতা সিয়াম আহমেদ বাবা হতে যাচ্ছেন। তাদের ঘর আলোকিত করতে শিগগিরই আসছে নতুন অতিথি। 

শনিবার (২৫ ডিসেম্বর) রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফাইড পেজে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে বাবা হওয়ার খবরটি জানান সিয়াম।

অভিনেতার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, স্ত্রীর পেটে আদরের সঙ্গে চুমু দিচ্ছেন তিনি। আর হাস্যোজ্বল মুখে তার দিকে তাকিয়ে আছেন অবন্তী।

সিয়াম ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘দশটি ছোট আঙুল, দশটি ছোট খেলনা, ভালোবাসা এবং আশীর্বাদে আমাদের পরিবার বেড়ে উঠছে, বিশুদ্ধ আত্মা, খুব মিষ্টি আর নতুন, একটি ছোট্ট জীবন, একটি স্বপ্ন সত্যি হয়ে আসছে।’

এদিকে অভিনেতার বাবা হওয়ার খবরে মন্তব্যের ঘরে শুভ কামনা ও অভিনন্দন জানাচ্ছে সব ভক্ত-অনুরাগীরা।

এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীকে বিয়ে করেন অভিনেতা সিয়াম আহমেদ।

এই বিভাগের অন্য খবর

Back to top button