নির্বাচনবগুড়া জেলা
বগুড়ার ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বগুড়া জেলার ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এক ইউনিয়নে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে বুরইল ভোটকেন্দ্রে ঢুকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের মারপিটের অভিযোগ উঠেছে।
রোককার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।
কাহালু উপজেলার ৮টি, নন্দীগ্রাম উপজেলার ৪টি ও সদর উপজেলার ১টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়।
এর মধ্যে সদরের এরুলিয়া ইউনিয়নে ইভিএম এবং ১২টি ইউপিতে ব্যালটে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৮ জন, সাধারণ ওয়ার্ডে ৪১৫ জন ও এবং সংরক্ষিত ওয়ার্ডে ১৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।