দুর্ঘটনাসারাদেশ

বাস-ট্রেন সংঘর্ষ, নিহত ৩

নারায়ণগঞ্জ সদরের ১ নম্বর রেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৪ জন।

রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ দেড়শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় উদ্ধার কাজ শুরু হয়েছে। রোববার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নারায়ণগঞ্জ রেলস্টেশনে প্রবেশের আগে ১ নম্বর রেলগেটে আনন্দ পরিবহনের একটি বাসকে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে।

এই বিভাগের অন্য খবর

Back to top button