সারাদেশ

কক্সবাজার দলবদ্ধ ধর্ষণের মূল হোতা গ্রেফতার

কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল হোতা ও প্রধান আসামি আশিকুল ইসলামকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার র‍্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে এ ঘটনায় রোববার তিনজনকে গ্রেপ্তার করে কক্সবাজারের টুরিস্ট পুলিশ। তাঁদের আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখানো হয়। 

গত বুধবার রাতে এই আশিকুলের নেতৃত্বে ভুক্তভোগী নারীকে তুলে নিয়ে দুই দফা ধর্ষণ করা হয়। ঘটনার পর চারজনের নাম উল্লেখ ও তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন ভুক্তভোগী নারীর স্বামী। আসামিদের মধ্যে ঘটনার দিন জিয়া গেস্ট ইনের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটনকে আটক করেছিল র‍্যাব। কিন্তু মূল আসামি পলাতক ছিল।

এই বিভাগের অন্য খবর

Back to top button