আন্তর্জাতিক খবর

করোনা: নিউইয়র্কের হাসপাতালগুলোতে শিশু ভর্তির সংখ্যা বেড়েছে

যুক্তরাষ্ট্রে করোনার ওমিক্রন ধরনের সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ার প্রেক্ষাপটে নিউইয়র্কের হাসপাতালগুলোতে শিশু ভর্তির সংখ্যা বেড়ে গেছে। সিটির স্বাস্থ্য কর্মকর্তারা এ খবর জানান। 

এদিকে রোববার হোয়াইট হাউস থেকে যুক্তরাষ্ট্রে করোনা পরীক্ষা নিয়ে দেখা দেয়া সংকট নিরসনের অঙ্গীকার করা হয়েছে। 

নিউইয়র্কের স্বাস্থ্য বিষয়ক দপ্তরের এক বিবৃতিতে সতর্ক করে বলা  হয়েছে, শিশু হাসপাতালগুলোতে কোভিড- ১৯ এ আক্রান্তদের ভর্তির উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। 

বিবৃতিতে আরো বলা হয়, গত ৫ ডিসেম্বর থেকে চলতি সপ্তাহ জুড়ে হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত শিশুর সংখ্যা চারগুণ বেড়েছে। এর প্রায় অর্ধেকেরই বয়স পাঁচের কম। আর এসব শিশুরা টিকা নেয়ারও যোগ্য নয়। 

এই বিভাগের অন্য খবর

Back to top button