প্রধান খবরবগুড়া জেলাবগুড়া সদর উপজেলা

বগুড়ায় আবাসিক হোটেল থেকে ১৩ নারী-পুরুষ গ্রেফতার

বগুড়ায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ১৩ নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর ৩টায় শহরের গালাপট্টি এলাকার আবাসিক হোটেল” আমির গেস্ট” হাউজে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। ওই সময় হোটেল ম্যানেজার মোহাম্মাদ আপেল (৩০) গ্রেফতার করে পুলিশ।

আটকৃতরা হলেন: আপেল(৩০), রবিউল ইসলাম(২২), নূর আলম(৩৮), রেজা পাইকার(৫০), সুমন বাবু(৩২), রনি(২৪), শিরিন(২০), বর্ষা(২০),  লিজা(২০), সেতু(২১), সাথী(২৬), রিতু(২০) এবং সুমি(৩০)।

সদর থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ জানান, “৯৯৯” এ কল আসার প্রেক্ষিতে শহরের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৭ জন নারী ও ৬জন পুরুষ। সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button