![](https://boguralive.com/wp-content/uploads/2021/12/IMG_20211227_163204.jpg)
জামালপুরের দেওয়ানগঞ্জের ভারত সীমান্তবর্তী এলাকা ডাংধরা ইউনিয়নের গারোহরীতে নিয়ন্ত্রণ হারিয়ে সার বোঝাই একটি ট্রাক বসতবাড়ীতে ঢুকে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জোয়াহের হোসেন খান জানান, জামালপুর থেকে কুড়িগ্রামের রাজীবপুরগামী একটি সার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডাংধরা ইউনিয়নের গারোহরীতে রাস্তার পাশের একটি বসত ঘরে ঢুকে পড়ে। এসময় ঘুমন্ত অবস্থায় জয়নাল আবেদীন (৬০) ও তার স্ত্রী হাসিনা খাতুন (৫৫) ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যায়। পরে ঘাতক চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।