প্রধান খবরবগুড়া জেলাশেরপুর উপজেলা
শেরপুর থেকে ভাসমান লাশ উদ্ধার

বগুড়া জেলার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বেওড়া গ্রামের একটি খালের
পানিতে ভাসমান মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন খালের পানিতে লাশটি ভাসতে দেখে পুলিশে
খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শেরপুর থানার ওসি শহীদুল ইসলাম জানান, উদ্ধারকৃত মহিলার বয়স ৬০/৬৫ হতে পারে। তার পরণে প্রিন্টের শাড়ি ছিল। শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। তার পরিচয়ও শনাক্ত করা যায়নি। আপাতত শেরপুর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হবে বলে জানিয়েছেন ওসি শহীদুল ইসলাম।