বগুড়ায় চলন্ত বাস থেকে লাফ দিয়ে আত্মহত্যা

বগুড়ায় চলন্ত বাস থেকে লাফ দিয়ে শফিকুল ইসলাম (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত শফিকুল ইসলাম নীলফামারী জেলার নওতারা গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
আজ দুপুর সাড়ে ১২ টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতের বড় ভাই শহিদুল ইসলাম তার ছোট ভাইকে মানসিক প্রতিবন্ধী দাবি করে জানান, তারা দুই ভাই কাজের উদ্দ্যেশে নীলফামারী থেকে কুমিল্লা গামী তাসিন পরিবহনের একটি বাসে রওনা দেন। বাসটি বগুড়া -রংপুর মহাসড়কে ঠেঙ্গামারা এলাকায় পৌছিলে শফিকুল চলন্ত বাস থেকে জানালা দিয়ে লাফ দিয়ে মহাসড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। এসময় পুলিশের সহযোগিতায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।