প্রধান খবরবগুড়া জেলাশিক্ষা

এবারও “জিপিএ-৫’ প্রাপ্তিতে রাজশাহী বোর্ড সেরা বগুড়া

এসএসসির ফলাফলে জিপিএ-৫ এর দিক দিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডে টানা ষষ্ঠবারের মতো এবারও সেরা হয়েছে বগুড়া জেলা।

এ বছর বগুড়া জেলা থেকে ৬ হাজার ১৪২ জন জিপিএ-৫ পেয়েছে। যদিও এ বছর গত বছরের তুলনায় জিপিএ-৫–এর সংখ্যা কমেছে। গত বছর এ জেলা থেকে ৬ হাজার ৪৩৪ জন জিপিএ-৫ পেয়েছিল।বিজ্ঞাপন

জিপিএ-৫–এর সূচকে বোর্ড–সেরার অবস্থান ধরে রাখলেও পাসের হারে এবার চাঁপাইনবাবগঞ্জকে টপকাতে পারেনি বগুড়া। ৯৫ দশমিক ৬৪ শতাংশ পাসের হার নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা বোর্ডে প্রথম হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বগুড়া জেলায় পাসের হার ৯৫ দশমিক ৪৭ শতাংশ। এদিকে জিপিএ–৫–এর সূচকে দ্বিতীয় অবস্থানে আছে রাজশাহী জেলা। এ জেলা থেকে ৪ হাজার ৮৩৮ জন জিপিএ–৫ পেয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর রাজশাহী বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ২ লাখ ৬ হাজার ৩১৪ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৯৫ হাজার ৪০৬ জন। পাসের হার ৯৪ দশমিক ৭৩ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ। এ বছর ছাত্রীদের পাসের হার ৯৫ দশমিক ৪৬ শতাংশ। ছাত্রদের পাসের হার ৯৪ দশমিক শূন্য ৪ শতাংশ। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৭০৯ জন শিক্ষার্থী।

গত বছর রাজশাহী বোর্ডে পাসের হারের সূচকে তৃতীয় অবস্থান থেকে বগুড়া জেলা এক ধাপ এগিয়ে এবার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। এই জেলা থেকে এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৩৫ হাজার ৩৭৪ জন। এর মধ্যে পাস করেছে ৩৩ হাজার ৭৭২ জন। পাসের হার ৯৫ দশমিক ৪৭ শতাংশ। পাসের হারের সূচকে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। ১৮ হাজার ৮৯৫ জন ছেলের মধ্যে ১৭ হাজার ৯৭৭ জন উত্তীর্ণ হয়েছে। ছেলেদের পাসের হার ৯৫ দশমিক ১৪ শতাংশ। অন্যদিকে মেয়ে পরীক্ষার্থী ছিল ১৬ হাজার ৪৭৯ জন। পাস করেছে ১৫ হাজার ৭৯৫ জন। মেয়েদের পাসের হার ৯৫ দশমিক ৮৫ শতাংশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button