শিক্ষাসারাদেশ

দেশের ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল

এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তবে পরীক্ষায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। আর শতভাগ পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার ৪৯৪টি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এসএসসি পরীক্ষার ঘোষিত ফল থেকে এ তথ্য জানা গেছে। আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ এবং শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, গত বছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ১০৪টি। সেই হিসাবে এই বছর এ সংখ্যা কমেছে। আগের বছরে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ৩ হাজার ২৩টি। এ বছর সেটি আরও বেড়েছে।

গত ১৪ নভেম্বর শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৩ নভেম্বর। করোনার কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেওয়া হয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিলো ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button