আদমদিঘী উপজেলাপ্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় ট্রেন থেকে লাফ দিয়ে আত্মহত্যা

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারে স্টেশনে ট্রেন থেকে লাফ দিয়ে সৌরভ হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে সান্তাহার থেকে দিনাজপুরগামী দোঁলনচাপা এক্সপ্রেস ট্রেন থেকে লাফিয়ে ওই শিক্ষার্থীর আত্মহত্যা করেন।
সৌরভ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ডুমড়া পাড়া গ্রামের সামসুল আলমের ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার এসআই মাজেদ আলী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
প্রাথমিকভাবে রেলওয়ে থানা পুলিশের ধারণা, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।