ছোট বোনকে সাথে নিয়ে স্বপ্নের পদ্মা সেতুতে হাঁটলেন প্রধানমন্ত্রী

ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার হেঁটে যান।
শুক্রবার সকাল সাড়ে ৭টার পর সড়কপথে গণভবন থেকে সরাসরি পদ্মাপাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।
তিনি জানান, শুক্রবার ভোর সাড়ে ৬টায় গণভবন থেকে সড়ক পথে সংক্ষিপ্ত সফরে পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। এসময় সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।
পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে পদ্মা সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত ১৬৫০ মিটার প্রায় দুই কিলোমিটার হেঁটে যান প্রধানমন্ত্রী।
পরে সকাল প্রায় ১০ টার দিকে সেতু এলাকা পরিদর্শন শেষে রাজধানীর উদ্দেশে রওনা হন তিনি।
এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে মাওয়া প্রান্ত দিয়ে সেতুতে ওঠেন প্রধানমন্ত্রী। প্রায় ৪০ মিনিট পর সেতুর জাজিরা প্রান্ত দিয়ে নামেন তিনি। পরে আবার সেতু পার হয়ে সড়ক পথে রাজধানীতে ফিরে আসেন।