করোনা আপডেটজাতীয়প্রধান খবর

দেশে আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত

দেশে আরও ৩ জনের শরীরে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। তারা সবাই ঢাকার বাসিন্দা।

তাদের মধ্যে এক জন পুরুষ ও দুজন নারী। পুরুষের বয়স ৬৫ এবং ২ নারীর বয়স ৪৯ ও ৬৫ বছর।

জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) তথ্য অনুযায়ী, এ নিয়ে দেশে এখন পর্যন্ত ১০ জনের ওমিক্রন শনাক্তের তথ্য পাওয়া গেছে। ঢাকার ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের তথ্য অনুযায়ী, তাদের সবাই ঢাকার বাসিন্দা।

প্রতিষ্ঠানটি গত সোমবার এই রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে। 

এই বিভাগের অন্য খবর

Back to top button