বগুড়ায় বাস চাপায় ২ যুবক নিহত

বগুড়া জেলার কাহালু উপজেলায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাহালু উপজেলার শেখাহার বন্দরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাহালুর কুঞ্জ তিনদিঘী গ্রামের ধলু প্রামাণিকের ছেলে আজমল হোসেন (২৬) ও সদর উপজেলার ঘোড়াধাপ এলাকার মকবুল হোসেনের ছেলে শাহিনুর রহমান (২৮)।
জানা যায়, আজমল ও শাহিনুর একে অপরের বন্ধু। আজমল মোটরসাইকেল মেরামতের কাজের পাশাপাশি পুরাতন মোটরসাইকেল কেনাবেচার কাজ করতেন। পুরাতন মোটরসাইকেল কেনার জন্য দুই বন্ধু মোটরসাইকেলে করে দুপচাঁচিয়া যাচ্ছিলেন। এ সময় নওগাঁর দিক থেকে আসা যাত্রবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।
এতে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন চালক আজমল। শাহিনুরকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, বাসটি পালিয়ে গেছে। কাউকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।