রাজধানীর তুরাগ থানা এলাকায় একটি বাসায় আগুন লেগে একই পরিবারের তিন জন মারা গেছেন।
নিহতরা হলেন, মো. জাহাঙ্গীর (১৯) রোমা আক্তার (১৭) ও মো. আরফিন (১৪)।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালাদা ইয়াসমিন রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে চণ্ডালভোগ এলাকায় একটি বাসায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়ভাবে জানা গেছে, প্রথমে একটি বিদ্যুতের খুঁটিতে আগুন লাগে। পরে তা পাশের টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় তিন জন মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।